সব
স্বদেশ বিদেশ ডট কম

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে আরও ১৪ জেলেকে নিয়ে যাওয়ার খবর পেয়েছে প্রশাসন।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বলেন, রোববার আরও দুটি ট্রলারসহ ১৪ জেলেকে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
এদিকে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ গণমাধ্যমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া কিছু ট্রলার ঘাটে আজ সকালে ফিরছিল। এ সময় আরাকান আর্মি আমাদের ঘাটের দুটি ট্রলারসহ ১৪ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে। এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে ভয়ভীতি কাজ করছে। তাই এ ধরনের ঘটনায় সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।
ট্রলারটির মালিক টেকনাফের ১ নম্বর ওয়ার্ড ছৈয়দ আলম এবং টেকনাফ সদর ইউনিয়ন ডেইল পাড়ার ফরিদুল আলম জানান, বারবার অপহরণ ও ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এর আগে শনিবার দুপুরে সাগর থেকে মাছ ধরে টেকনাফ ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১২ জেলেসহ আরও একটি নৌকা ধরে নিয়ে যায় আরাকান আর্মি।