সোনালী অতীতের গ্রেটার সিলেট উপজেলা কাপ ফুটবলে বিয়ানীবাজার চ্যাম্পিয়ন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ

বিশ্বনাথকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয় – মাঠে উৎসবমুখর পরিবেশ

ব্রিটেনে বাংলাদেশিদের স্বনামধন্য ফুটবল অর্গানাইজেশন সোনালী অতীতের উদ্যোগে রবিবার (২৫ আগস্ট) ডেগেনহামস্থ ববি মোর স্পোর্টস হাবে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ১১তম গ্রেটার সিলেট উপজেলা ফুটবল টুর্নামেন্ট।

রোমাঞ্চকর এই প্রতিযোগিতার ফাইনালে বিয়ানীবাজার উপজেলা ফুটবল দল শক্তিশালী বিশ্বনাথকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। স্নায়ুচাপের মুহূর্তে বিয়ানীবাজারের গোলরক্ষক ও খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যে জয় নিশ্চিত হয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি আকবর হোসেন রবিন, বিশেষ অতিথি নিজাম উদ্দিন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী মিয়া গুলজার। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, কাউন্সিলর বদরুল চৌধুরী, সোনালী অতীত ইউকের ট্রেজারার সেলিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সাইস্তা মিয়া, ভাইস প্রেসিডেন্ট আরজ আলী, নির্বাহী সদস্য আব্দুল কাশেম, হাফিজুর রহমান লাকু, ফুয়াদ আহমেদ, সিরাজ মিয়া প্রমুখ।

মাঠে শত শত দর্শক খেলা উপভোগ করেন এবং বিয়ানীবাজারের জয়কে ঘিরে সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে ১১তম উপজেলা কাপ সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল খেলোয়াড়, অতিথি, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সোনালী অতীত ফুটবল অর্গানাইজেশনের চেয়ারম্যান কাউন্সিলর সুলুক আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী মিয়া গুলজার।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh