প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন জোরদার, বিকালে পরবর্তী কর্মসূচি ঘোষণা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১:১৫ অপরাহ্ণ

তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন জোরদার হয়েছে। আন্দোলনের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল ৫টায় ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সে সাংবাদিকদের উপস্থিতিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় শাহবাগ মোড়ে এক সংবাদ সম্মেলনে ওয়ালিউল্লাহ বলেন, আজ যমুনা অভিমুখে শিক্ষার্থীদের যাত্রায় পুলিশের নেক্কারজনক হামলায় ৫০-এর বেশি শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন দফা দাবির কোনোটিই এখন পর্যন্ত পূরণ হয়নি, তাই আন্দোলন চলমান থাকবে।

তিনি আরও জানান, সারা দেশের প্রকৌশলী শিক্ষার্থীরা শাহবাগে উপস্থিত ছিলেন এবং পরবর্তী কর্মসূচি গ্রহণের জন্য প্রস্তুত। তবে জনদুর্ভোগ এড়িয়ে কোনো জনদুর্গম কর্মসূচি নেয়া হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, হামলার সময় তার জুনিয়র দুই ছাত্রের পায়ে গ্রেনেড স্প্রিন্টার লেগে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।

পরবর্তীতে আন্দোলনের নেতা জুবায়ের আহমেদ ঘোষণা করেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং বৃহস্পতিবার সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:

১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে “প্রকৌশলী” উপাধি না দেওয়া।

২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া।

৩. দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh