শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও ব্লকেড, যান চলাচল বন্ধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১:১৭ অপরাহ্ণ

৩ দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ব্লকেড কর্মসূচি পালন করছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও মোড় অবরোধ করে এই কর্মসূচিতে নামেন তারা।

এতে মিরপুর-১০ নম্বর থেকে বিজয় সরণী এবং শ্যামলী থেকে তেজগাঁও অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে ৩ দফা দাবিতে বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে আগারগাঁও সিগন্যাল অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ে ব্লকেড কর্মসূচিতে নামেন তারা।

শেকৃবি শিক্ষার্থীদের ৩ দফা দাবিগুলো হলো-

১) DAE, BADC সহ অন্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

২) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (BADC এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না৷

৩) কৃষি/কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সঙ্গে কৃষিবিদ পদবী ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh