সব
স্বদেশ বিদেশ ডট কম
সিনেমা থেকে বাদ পড়া প্রার্থনা ফারদিন দীঘির জন্য নতুন না। এর আগে ‘সুড়ঙ্গ’ সিনেমায় তার সঙ্গে এরকম ঘটেছিল বলে দাবি করেছিলেন। গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমায়ও তার বদলে নেওয়া হয় পূজা চেরিকে। এবার ফের এ ঘটনার পুনরাবৃত্তি। ‘দেনা পাওনা’ ছবিতে দীঘির বদলে দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে।
‘দেনা পাওনা’ ছবিতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন দীঘি। বাদ পড়ার কারণ জানতে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি। খুদে বার্তা পাঠালেও মেলেনি উত্তর।
‘দেনা পাওনা’ ছবিতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন দীঘি। বাদ পড়ার কারণ জানতে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি। খুদে বার্তা পাঠালেও মেলেনি উত্তর।
কারণ জানতে ছবির পরিচালক সাদেক সিদ্দিকীর দ্বারস্থ হওয়া। সাদেক সিদ্দিকী বলেন, ‘দীঘি দেশের বাইরে ছিলেন। তিনি সময় দিতে পারেননি বলে নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া।’
এর আগে ‘টগর’ সিনেমায় দীঘিকে বাদ দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে অপশাদারিত্বের অভিযোগ এনেছিলেন ছবিটির পরিচালক আলোক হাসান। অসহযোগিতামূলক আচরণের দোষেও করেছিলেন দোষী।
‘দেনা পাওনা’ থেকে বাদ পড়ার পেছনে সেরকম কোনো কারণ নেই তো? জানতে চাইলে সাদেক সিদ্দিকী বলেন, ‘না সেরকম কিছু না। আমার সঙ্গে সবার ভালো সম্পর্ক। কারো সঙ্গে দ্বন্দ্ব নেই। দীঘি সময় দিতে পারেননি বলেই আমরা বিকল্প পথে হেঁটেছি।’