সব
স্বদেশ বিদেশ ডট কম
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গত ২৯ আগস্ট অনুষ্ঠিত ‘মঞ্চ একাত্তর’-এর আয়োজনে সংবিধান ও বাংলাদেশ বিষয়ক গোলটেবিল বৈঠকে মুক্তিযোদ্ধা সাংবাদিক ও শিক্ষকদের ওপর তথাকথিত জুলাই যোদ্ধা পরিচয়ে স্বাধীনতা বিরোধীদের হামলার প্রতিবাদে লন্ডনে সমাবেশ করেছে প্রবাসী সংগঠন কমিউনিটি মঞ্চ ‘হৃদয়ে ৭১’।
গতকাল (৩১ আগস্ট) লন্ডন সময় সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান এবং সঞ্চালনা করেন লেখক ও গবেষক শাহ ফারুক আহমদ।
সমাবেশে বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় মুক্তিযোদ্ধাদের শারীরিকভাবে নাজেহাল ও গলা চেপে ধরার দৃশ্য দেখতে হবে—এমনটি আমরা কখনো ভাবিনি। এ ঘটনা প্রমাণ করে স্বাধীনতা বিরোধী চক্র এখনও সক্রিয় এবং তারা মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা মুছে ফেলতে তৎপর। সরকারের প্রত্যক্ষ মদদপুষ্ট এই চক্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”
বক্তারা আরও অভিযোগ করেন, হামলাকারীরা মিছিলসহকারে ঢুকে মুক্তিযোদ্ধা সাংবাদিক ও শিক্ষকদের লাঞ্ছিত করলেও পুলিশ এসে উল্টো ভুক্তভোগীদের গ্রেপ্তার করেছে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে।
ভিডিও ফুটেজ থেকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের শাকিব আহমদকে। তাকে ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচয় করিয়ে বক্তারা বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগ আখ্যা দিয়ে হামলা করা হয়েছে।
প্রতিবাদকারীরা প্রশ্ন তোলেন, “সংবিধান ও মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা কি অপরাধ? ড. মুহাম্মদ ইউনুস রিসেট বাটনের কথা বলে আসলে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান কিনা, তা এখন পরিষ্কার। দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হয়েছে, জনগণের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নেই।”
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন, কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, সাংস্কৃতিক কর্মী মুজিবুল হক মণি, মানবাধিকার কর্মী আব্দুর রাজ্জাক মোল্লা, এম. সালাউদ্দিন, পিকলু শেখ, ফজলে রাব্বি, মুর্শিদ উদ্দিন আহমেদ, আলী আকবর চৌধুরী, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া প্রমুখ।