নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের একটি মাধ্যম : জেলা প্রশাসক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ

রংপুরে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি, ২০২৫’ প্রতিযোগিতা কার্যক্রম ও সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন এই সভা আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের একটি মাধ্যম। এজন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পী তুলে আনতে ব্যাপক প্রচারের প্রয়োজন। এরই অংশ হিসাবে রংপুর জেলাপ্রশাসন বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপনসহ ফেসবুক পেজে প্রচার কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে। সকল উপজেলা ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ প্রধান শিক্ষকদের মাধ্যমে ‘নতুন কুঁড়ি’ বিষয়ে প্রচার বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া অংশীজনের প্রস্তাবনাসমূহ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। ‘নতুন কুঁড়ি’র মাধ্যমে শিশুদের সৃজনশীল বিকাশে তিনি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রমিজ আলমের সঞ্চালনায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। সভায় সরকারি কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংস্কৃতিক অঙ্গণের ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রংপুর বিভাগের আঞ্চলিক বাছাই চলবে ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর, পর্যন্ত।

রংপুর-১ অঞ্চলের অন্তর্ভুক্ত রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার আবেদনকারী রংপুর শিল্পকলা একাডেমিতে এবং রংপুর-২ অঞ্চলের অন্তর্ভুক্ত দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রতিযোগীরা দিনাজপুর শিল্পকলা একাডেমিতে বাছাই পর্বে অংশ নিবে। আঞ্চলিক বাছাইয়ে ইয়েস কার্ড প্রাপ্ত সকল প্রতিযোগীকে বিভাগীয় শিল্পকলা একাডেমিতে বিভাগীয় বাছাই পর্বে অংশ নিতে হবে যা চলবে আগামী ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার আবেদন গ্রহণ চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিটিভির ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh