সব
স্বদেশ বিদেশ ডট কম
উপমহাদেশের লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার রাতে একাধিকবার বমি করার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়সহ বেশ কয়েকজন উপদেষ্টা পরিবারটির সঙ্গে যোগাযোগ করেছেন এবং চিকিৎসা ব্যয়ের সহায়তার আশ্বাস দিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফরিদা পারভীন আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েডের সমস্যা রয়েছে। সাম্প্রতিক সময়ে শ্বাসকষ্ট ও বমি বেড়ে যাওয়ায় তার অবস্থা জটিল হয়ে উঠেছে।
সংগীতাঙ্গনে অনন্য অবদান রাখা এই শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়। তারা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গেয়ে ক্যারিয়ার শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে লালনসংগীতে তালিম নেন এবং ১৯৮৭ সালে একুশে পদক পান। এছাড়া শিশুদের লালনসংগীত শিক্ষার জন্য তিনি ‘অচিন পাখি স্কুল’ প্রতিষ্ঠা করেছেন।