গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৪০ দোকান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে মুদিখানা মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাঁচটি ইউনিটের টানা এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

স্থানীয় ব্যবসায়ী আনিসুর রহমান জানান, কাঁচাবাজারের উত্তর দিকের মসলা পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের দোকানে ছড়িয়ে পড়ে। তার দাবি, অন্তত ৪০টি দোকান পুড়ে গেছে এবং ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়লে মুহূর্তেই বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ইউনিটগুলো এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh