নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধদের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে মানব চৌধুরীর অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক, তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তার স্ত্রী বাচা দগ্ধ হয়েছেন ৪৫ শতাংশ। তাদের তিন সন্তান— মৌরি (৩৬ শতাংশ), মুন্নি (২৮ শতাংশ) ও তিন্নি (২২ শতাংশ)—ও দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর দগ্ধদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh