চাকরি ও বিনিয়োগের ফাঁদে ফেলার অভিযোগে গ্রেপ্তার ৩

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ও অর্থ বিনিয়োগে কয়েক গুণ বেশি মুনাফা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা খণ্ডকালীন ভুয়া চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যে কয়েক গুণ বেশি মুনাফার আশ্বাস দিতেন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেছে সিআইডি। এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা অ্যান্ড্রয়েড ফোন এবং ছদ্মনামে ব্যবহৃত সিম কার্ড জব্দ করা হয়েছে।

গত ২৬ মার্চ এক ব্যক্তি তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এরপর সিআইডি ওই প্রতারকদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। প্রতারণায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সিআইডি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh