রাজধানীতে বৃষ্টিহীন ভ্যাপসা গরমে অস্বস্তি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:০২ অপরাহ্ণ

রাজধানী ঢাকায় ভ্যাপসা গরমে জনজীবন অস্বস্তিকর হয়ে উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। সকাল থেকেই রোদ ও আর্দ্রতার চাপে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা না থাকায় দিন বাড়ার সঙ্গে সঙ্গে গরম আরও বাড়তে পারে।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নাও হতে পারে।

তথ্য অনুযায়ী, গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এতে করে গরমের দাপট আরও প্রকট হয়ে উঠেছে।

এদিকে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মধ্য প্রদেশে অবস্থান করছে। এর প্রভাবে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। যদিও মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল, তবে উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে।

অতএব, ঢাকায় শুষ্ক ও ভ্যাপসা গরম অব্যাহত থাকলেও দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজধানীবাসীকে আগামী কয়েকদিন ভ্যাপসা গরম সহ্য করতে হতে পারে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh