পশ্চিম লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে আগুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:১২ অপরাহ্ণ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হোয়াইট সিটিতে বিবিসির সাবেক সদরদপ্তরের টেলিভিশন সেন্টারে আগুন লেগেছে।

শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টার কিছুক্ষণ পর নয়তলা ওই ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ দমকল কর্মী ঘটনাস্থলে হাজির হন।

লন্ডন দমকল বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানায়, আগুন লাগার খবর পেয়ে হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন, চিসউইক ও আশপাশের ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে হাজির হন।

দমকল বাহিনী আরও জানায়, এখন ভবনের উপরের তলাগুলোয় আগুন ছড়িয়ে পড়ছে। সেখানে একটি রেস্তোরাঁ, এক্সটার্নাল ডেকিং ও ডাক্টিং আছে আর সবগুলোতেই আগুন জ্বলছে। ভবনটির অজানা সংখ্যক ফ্ল্যাটও সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছে।

কী কারণে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার হয়নি। আগুনে কারও মৃত্যু হয়েছে বা কেউ আহত হয়েছেন বলে কোনো খবর হয়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh