মহাসমারোহে বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউ কে’র রজত জয়ন্তী উৎসব উদযাপন

রুমি হক,

  • প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ণ

গত ৩০শে আগষ্ট, শনিবার, পূর্ব লন্ডনের মেনরপার্ক রবীদাসীয়া কমিউনিটি সেন্টারে মহাসমারোহে বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউকে তথা বি এইচ এ ইউ কে’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর বার্মিংহাম, ব্রাডফোর্ড, লাকবরাহ, পোর্টস্মাউত, হাল, শেফিল্ড, লিড্স, কভেন্ট্রী ও লণ্ডনস্থ সদস্যবৃন্দের আন্তরিক সহযোগীতা ও উপস্থিতিতে মুখরিত ছিল এই আনন্দ উৎসব।
সংগঠনের সভাপতি প্রশান্ত পুরকায়স্থ বিইএম এর সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুজিত চৌধুরী।
শ্রী শ্রী গীতা পাঠ, শঙ্খধ্বনী ও সমবেত কণ্ঠে আনন্দলোকে মঙ্গল আলোকে রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ।
এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন যুক্তরাজ্যের ওয়ার্কস ও পেনশন মিনিষ্টার স্যার স্টিফেন টিমস এম, পি।
বি এইচ এ ইউকের রজত জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ প্রকাশনা শিকড় (Roots) এর মোড়ক উন্মোচন করেন প্রশান্ত পুরকায়স্থ বিইএম, স্যার স্টিফেন টিমস এম পি, বীরেন্দ্র শর্মা, হিমাংশু গোস্বামী, জ্যোৎস্না ইসলাম ও পুষ্পিতা গুপ্ত।
স্যার স্টিফেন টিমস এমপি, বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক সুধীসমাবেশ দেখে আনন্দ প্রকাশ করেন ও বি এইচ এ ইউ কে’র লক্ষণীয় অগ্রগতি, সামাজিক সম্প্রীতি ও ঐক্যমতের প্রশংসা করেন ।অনুষ্ঠানে যুবসমাজের উপস্থিতি উল্লেখ করে মণ্ত্রী মহোদয় বলেন নতুন প্রজন্মই ভবিষ্যতে বি এইচ এর কর্মকান্ড অব্যাহত রাখবে।
বিশেষ অতিথি প্রাক্তন এম পি বীরেন্দ্র শর্মা বলেন বি এইচ এ ইউকের ২৫ বছরের অর্জিত দৃষ্টান্ত স্থাপনকারী সফলতাকে এগিয়ে নেয়ার দায়িত্ব নতুন প্রজন্মের। মিঃ শর্মা বলেন আপামর হিন্দুসম্প্রদায়ের ঐক্যমত ও সংঘবদ্ধ প্রচেষ্টা সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করবে।
সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত চৌধুরী এক ধারা বিবরণীতে ২০২২সাল থেকে অদ্যাবধি মানবতার সেবায় বি এইচ এ’র ত্রাণ তৎপরতার পুংকানুপুঙ্ক পরিসংখ্যান উপস্হাপন করেন। কোষাধ্যক্ষ বিশ্বজিত দে সংগঠনের দ্বিবার্ষিক আয় ব্যয়ের বিবরণ দেন।
সহ সভাপতি প্রশান্ত দত্ত বি এইচ এ’র ঐতিহাসিক কার্যক্রমের উপর একটি প্রামাণ্য চিত্র উপস্হাপন করেন।
বিশিষ্ট সমাজ কর্মী বিক্রম ব্যানার্জি হিন্দু জেনোসাইডের উপর তথ্যবহুল প্রদর্শনীর আয়োজন করেন।
যুব-সম্পাদক রাজেন পাল তার বক্তব্যে নতুন প্রজন্মের সদস্যবৃন্দকে দায়িত্ব, সম্প্রীতি ও সমাজ গঠনে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান। এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত যুবক যুবতির উপস্হিতি ও মতবিনিময় ছিল বিশেষ লক্ষ্যনীয় ও প্রতিশ্রুতিশীল।
রজত জয়ন্তী উৎসবে বন্ধুপ্রতীম কম্যুনিটি সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, মোহাম্মদ আব্দুর রকীব, রীপা সুলতানা রাকীব, প্রাক্তন মেয়র জোৎস্না ইসলাম, রুমি হক, সুজন বড়ুয়া, মেসবাহ উদ্দিন ইকো, ব্যারিস্টার এম, কিউ হাসান ও সাংবাদিক বাতিরুল হক সর্দার প্রমূখ।
আমন্ত্রিত কম্যুনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বৃটেনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হিমাংশু গোস্বামী, রবীন পাল, মুকুল রায়, কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত, অমর বৈদ্য, হরিপদ শুক্লবৈদ্য, বিপুল মণ্ডল, ড: দেবব্রত চৌধুরী, দেবাশিস রায়, রুপম দেব, বিজন দত্ত, নিরন্তর দেব, দীপক ঘোষ, সন্তোষ সরকার, পুষ্প দেব, হীরন্ময় গোস্বামী, সুপ্রতিম দেব গৌতম, সুকান্ত মৈত্র, গৌতম সাহা, রাম সাহা, অনুপম সাহা, অজিত সাহা, তপন সাহা, সুজয় সাহা, রিংকু দাম, ড: অমিতাভ বিক্রম দেব, শিংকু দাস, উত্তম দেব, স্বপন চন্দ, কল্পনা চন্দ, সৌরভ দাস, রতন চৌধুরী, বেবি রাণী চন্দ, নির্মল চন্দ, উমা চন্দ, অনন্ত সিন্ধু পাল, রীনা দাস ও বিকাশ পাল।
নিরপেক্ষ পর্যবেক্ষকদ্বয় মুকুল রায় ও নিরন্ত দেব নব-নির্বাচিত কমিটির সভাপতি প্রশান্ত পুরকায়স্থ বিইএম ও সাধারণ সম্পাদক অলক চন্দ সহ ৪১ সদস্যের নাম ঘোষনা করেন।
বিশেষ অতিথি ও কম্যুনিটি নেতৃবৃন্দকে উত্তরীয় ও কোট পিন পরিয়ে ও ফুল দিয়ে সম্মানিত করেন সংগঠনের সদস্যবৃন্দ।
কম্যুনিটির মেধাবী ছাত্রছাত্রীদেরকে অনন্য সাধারণ ফলাফলের জন্য অর্পিতা চৌধুরী, মোনালিসা সাহা, সুচীস্মিতা সাহা, মাধুরী পাল, সারিতা সাহা, রাজীব ধর, দেবস্মিতা চৌধুরী ও অরিজিৎ সাহা কে নির্বাচন অনুসারে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সাংস্কৃতিক সম্পাদক মহামায়া শীলের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়িতা চৌধুরী, প্রিয়ম পুরকায়স্থ, শ্রেয়শী দাস, প্রিয়ন্তী চৌধুরী, রীতি দাম, শুভাঙ্গী দাম, স্বয়ম দাম সহ কোমলমতি কিশোর কিশোরীরা । মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন তন্বী রায়।
অনুষ্ঠান উপস্হাপনা করে নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল তরুণ তরুণী কৃষ্ণ শীল ও অনন্যা চৌধুরী।
সুদীর্ঘ ২৫ বছর যাবত যুক্তরাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে অগণিত মানুষের সমর্থন ও সহযোগীতা এবং বি এইচ এ ইউকের কর্মীদের নিষ্ঠা ও নিরলস কর্ম তৎপরতার জন্য সভাপতি প্রশান্ত পুরকায়স্হ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh