ডাকসু নির্বাচন: তিন হলের ফলাফলে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৯ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঘোষিত তিনটি কেন্দ্রের ফলাফলে সহ–সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। মঙ্গলবার রাত ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা এসব ফল ঘোষণা করেন।

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র (সুফিয়া কামাল হল)

ভিপি পদে শিবিরের মো. আবু সাদিক কায়েম সর্বোচ্চ ১,২৭০ ভোট পান। দ্বিতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা (৫৪৭ ভোট)। এরপর শামীম হোসেন ৪৮৫ এবং ছাত্রদলের প্রার্থী মো. আবিদুল ইসলাম ৪২৩ ভোট পেয়েছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী জোটের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৫৫ ভোট।
জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ৯৬৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৫০৭, আরাফাত চৌধুরী ৪৯৮, ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম ৪০২ এবং বৈষম্যবিরোধী জোটের আবু বাকের মজুমদার ২১৬ ভোট পেয়েছেন।

ফজলুল হক হল

ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম ১৮১, উমামা ফাতেমা ১৫৩, শামীম হোসেন ১৪১, আব্দুল কাদের ৪৭ এবং বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পান।
জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯ ভোটে এগিয়ে আছেন। এরপর আবু বাকের মজুমদার ৩৪১, তানভির বারী হামিম ২২৮ এবং মেঘমল্লার বসু ৯৯ ভোট পান।

কার্জন হল কেন্দ্র (একুশে হল)

ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। এরপর আবিদুল ইসলাম খান ১৪১, উমামা ফাতেমা ৯০, আব্দুল কাদের ৩৬, জামিল খালিদ ১৭ এবং ইয়ামিন মোল্লা ১ ভোট পান।
জিএস পদে ফরহাদ পেয়েছেন ৪৬৬ ভোট। ছাত্রদলের হামিম পেয়েছেন ১৮০ ভোট।

এজিএস পদ

সুফিয়া কামাল হলে এজিএস পদে মহিউদ্দিন পেয়েছেন ১,১৩৫ ভোট, মায়েদ ৩৯৭, তাহমিদ ৩৫৩ এবং জাবির ১৩০ ভোট।
কার্জন হলেও এজিএস পদে মহিউদ্দিন এগিয়ে আছেন ৫২১ ভোটে। মায়েদ পেয়েছেন ১৪১ ভোট।

সব মিলিয়ে তিন হলের ফলাফলে স্পষ্টভাবে এগিয়ে আছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh