সব
স্বদেশ বিদেশ ডট কম
‘পড়ে শিখব, করে শিখব, শিখনটাকে টেকসই করব’ এই প্রতিপাদ্যকে ধারণ করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলে দুইদিন ব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার দুপুর ১২টার দিকে স্কুল প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। মেলায় স্কুলের শিক্ষার্থীরা বিজ্ঞান, রোবটিক্স ও আইসিটি বিষয়ের নানা প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের নজর কেড়েছে।
এছাড়াও শিক্ষা মেলায় দেড় হাজার ছাত্র-ছাত্রী বিভিন্ন বিষয়ের উপর প্রকল্প তৈরি করে উপস্থাপন করেছে। মেলায় উল্লেখযোগ্য স্টলের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান, আইসিটি কর্নার, ইসলামিক স্টল ও ইংরেজি স্টল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল আজিজ, জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সহিদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খুরশেদ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আহমদ বিন কবির, প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, অন্যান্য শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।