সব
স্বদেশ বিদেশ ডট কম
ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ছয় মাস থেকে কমিয়ে চার মাস করা হয়েছে। এর মধ্যে তিন মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং এক মাস মাঠপর্যায়ে ওরিয়েন্টেশন ও গ্রাম সংযুক্তি অন্তর্ভুক্ত থাকবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।
সভায় আরও সিদ্ধান্ত হয়, মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর থেকে বাড়িয়ে ৪৭ বছর নির্ধারণ করা হবে। পাশাপাশি, পিএইচডি শিক্ষার্থীদের প্রতি বছর তত্ত্বাবধায়কের অগ্রগতি সংক্রান্ত প্রত্যয়ন মন্ত্রণালয়ে পাঠাতে হবে; অন্যথায় তাদের বেতন বন্ধ রাখা হবে।
প্রধান উপদেষ্টা সভায় বলেন, সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মান নির্ধারণ করে র্যাংকিং করা হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে। এজন্য একটি স্বাধীন ইউনিট গঠন করে গবেষণা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও পদ্ধতিগতভাবে মূল্যায়ন করার প্রস্তাব দেন তিনি।
সভায় সঞ্জীবনী প্রশিক্ষণের নাম পরিবর্তন করে ‘দক্ষতা নবায়ন প্রশিক্ষণ’ করার সিদ্ধান্ত হয়। এ প্রশিক্ষণ হালনাগাদকৃত কারিকুলামে মাঠপর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আয়োজন করতে হবে। এছাড়া প্রশিক্ষণে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী মানসিকতা গড়ে তুলতে মোরালিটি, বিহেভিয়ারাল সায়েন্স, কোড অব এথিকস ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদকে সভাপতি করে একটি নির্বাহী কমিটি (ইসিএনটিসি) গঠন করা হয়েছে।