ফলাফল ঘোষণার আগেই পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ফলাফল ঘোষণার আগেই কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নতুন কলা ভবনে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগপত্র ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মাফরুহী সাত্তার অভিযোগ করে বলেন, নির্বাচনে সমতল ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত হয়নি, নানা অনিয়ম হয়েছে এবং একাধিক অভিযোগ উঠেছে। তিনি দাবি করেন, “আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। গতকাল থেকেই এ চাপ অব্যাহত ছিল, তবুও আমি পদত্যাগ করছি।”

এর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, জাকসুর ভোট গণনা হাতে (ম্যানুয়েল) হবে। এজন্য পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং রাতের মধ্যেই ফলাফল প্রকাশের প্রস্তুতি নেয়া হয়েছে।

তবে শুক্রবার বিকেল ৫টার পর হঠাৎ ভোট গণনা বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে এ নিয়ে জরুরি বৈঠক হয়। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈঠক করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। শিগগিরই পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও শুক্রবার বিকেলে তা স্থগিত করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh