নেপালে সংসদ পুনর্বহালের দাবিতে রাজনৈতিক দলগুলোর বিবৃতি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ

নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে সরকার পতনের পর ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে প্রধান রাজনৈতিক দলগুলো।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল এবং মাওবাদী সেন্টারসহ আটটি দল এক যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলকে অসাংবিধানিক আচরণের জন্য অভিযুক্ত করে।

এর আগে নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কারকির পরামর্শে প্রেসিডেন্ট হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেন। যদিও এটি ছিল আন্দোলনকারীদের একটি মূল দাবি, দলগুলো বলছে— সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বিচার বিভাগের প্রতিষ্ঠিত নজিরের বিরোধী।

গত সপ্তাহে ফেসবুকসহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ জনেরও বেশি নিহত হয়। পরে এই বিক্ষোভ রাজনৈতিক এলিটদের বিরুদ্ধে গণআন্দোলনে রূপ নেয়।

আন্দোলনের চাপেই তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এরপর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি শপথ নেন। তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।

বর্তমানে কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন জায়গায় কারফিউ ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হলেও নিরাপত্তা জোরদার রয়েছে। ক্ষতিগ্রস্ত সরকারি ভবন ও সংসদ ভবন মেরামতের কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী কারকি আহতদের খোঁজ নিতে হাসপাতালে যান এবং শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন। প্রেসিডেন্টও সকল পক্ষকে সংযম প্রদর্শন ও আগামী নির্বাচনে সহায়তার আহ্বান জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেপাল এখন ধীরে ধীরে সহিংসতার ধাক্কা সামলে স্বাভাবিক অবস্থায় ফিরতে চেষ্টা করছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh