সব
স্বদেশ বিদেশ ডট কম

বয়স্ক বন্দীদের মুক্তির বিষয়টি বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী বর্তমানে বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর। তবে বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে এ মেয়াদ হতে পারে ২০ বছর এবং পুরুষদের ক্ষেত্রে কিছুটা বেশি। এ প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি এবং এতে কিছু শর্ত যুক্ত থাকবে।
এসময় ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে মহাসড়ক অবরোধ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা নির্বাচন কমিশনের বিষয়। যুক্তি–তর্ক শুনেই তারা সিদ্ধান্ত নিয়েছে। জনগণের অভিযোগ থাকলে তারা যথাযথ চ্যানেলে আবেদন করতে পারেন। কিন্তু কোনোভাবেই রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে ব্যবস্থা নেবে।”
সভায় পুলিশের প্রশিক্ষণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি, ছিনতাই-চুরি-ডাকাতি প্রতিরোধ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধ, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং রাকসু ও চাকসু নির্বাচন নিয়েও আলোচনা হয়।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।