লন্ডন মেয়রস কমিউনিটি উইকেন্ড ২০২৫ উপলক্ষে ইস্টহ্যান্ডসের ব্যাডমিন্টন ফানডে অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি,

  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ

লন্ডন মেয়রস কমিউনিটি উইকেন্ড ২০২৫ উপলক্ষে সামাজিক সংগঠন ইস্টহ্যান্ডস আয়োজন করলো এক বিশেষ ব্যাডমিন্টন ফানডে। শনিবার বিকেল তিনটায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশ নেয় ১৬ বছরের নিচের শিশুসহ নানা বয়সী মানুষ, যা এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

লন্ডন মেয়র, দ্য ন্যাশনাল লটারি এবং ব্যাডমিন্টন ইংল্যান্ডের সহায়তায় আয়োজিত এই ফানডে ছিল সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যে। মূল লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলা, সুস্থতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং একটি স্বাস্থ্যকর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টহ্যান্ডসের চেয়ার সাংবাদিক নবাব উদ্দিন, সাবেক কাউন্সিলর আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সাবেক চেয়ারম্যান বাবলুল হক, সুহান খানসহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।

ইস্টহ্যান্ডস দীর্ঘদিন ধরে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে আসছে। সংগঠনটি অন্তর্ভুক্তি, সুস্থতা ও ক্ষমতায়ন বৃদ্ধির জন্য নানা উদ্যোগ পরিচালনা করে থাকে। আয়োজকদের বিশ্বাস, খেলাধুলার মাধ্যমে মানুষকে একত্রিত করে জীবনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করা সম্ভব।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh