ইস্টহ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ

গত রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ইলফোর্ডের রেডব্রিজ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হলো চতুর্থ ইস্টহ্যান্ডস চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০৮টি দল অংশগ্রহণ করে, যা ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় ব্যাডমিন্টন প্রতিযোগিতা হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে।

এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে সুবিধাবঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার জন্য তহবিল সংগ্রহ। অভিজ্ঞ ও নবীন খেলোয়াড়দের সমন্বয়ে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে এবং কমিউনিটি ও চ্যারিটির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

এ টুর্নামেন্টে তিনটি বিভাগে খেলা হয়। বিজয়ীরা চার শত পাউন্ড , রানার-আপ দুই শত পাউন্ড এবং তৃতীয় স্থান অধিকারীরা ট্রফি প্রদান করা হয়।

গ্রুপ এ-তে চ্যাম্পিয়ন হন ফিফি ও মিতুন, গ্রুপ সি-তে জাহিদ ও ফারিস, আর গ্রুপ ডি-তে মুরাদ ও বাবুল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক মেয়র কাউন্সিলর জুসনা ইসলাম, ট্রাভেললিংকের সিইও সামি সানাউল্লাহ, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হেড টিচার আশিদ আলী, এছাড়াও উপস্থিত ছিলেন মুহিত উদ্দিন, হাবিব রহমান, দিলোয়ার হোসেন, আব্দুর রহমান, ব্যারিস্টার তারেক চৌধুরীসহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

টুর্নামেন্টের আয়োজোনে ও সহযোগীতায় সফল ভাবে নেতৃত্ব দেন সাবেক কাউন্সিলর আতা রহমান। সহায়তায় ছিলেন হাবিব রহমান, মাহিদ চৌধুরী, ফখরুল ইসলাম, বাবুল হক, সুহান খান, শামীম ও আতীক। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন কিনু, মকবুল, নোবিল ও সিপন।

স্পনসররা ছিলেন: আইডিয়া অ্যান্ড বিল্ড, কারপ্ল্যানেট, ফিস্ট অ্যান্ড মিষ্টি, ইয়াকি ইয়্যা!, কারজোন, ট্রাভেল লিংক ওয়ার্ল্ডওয়াইড, মাহি অ্যান্ড কো চার্টার্ড অ্যাকাউন্ট্যা

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh