সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৪৯ জন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২২৫ জন। এছাড়া বিভিন্ন অপরাধমূলক ঘটনায় আরও ৬২৪ জনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, দুইটি দেশীয় তৈরি এলজি, একটি কুড়াল, একটি লোহার মদা, একটি কার্তুজের খোসা এবং একটি কার্তুজ।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh