সব
স্বদেশ বিদেশ ডট কম

বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে। সেই টাকা বাংলাদেশের ৫ বছরের ৫টি বাজেটের সমতুল্য।”
মঈন খান আরও বলেন, “সম্প্রতি বিলাতে অত্যন্ত বিশ্ববিখ্যাত একটি পত্রিকা রিপোর্ট করেছে, বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। ২৩৪ বিলিয়ন ইউএস ডলার—এটা কোনো ছোট অঙ্ক নয়। এই টাকা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত।”
তিনি বলেন, “এগুলো কার টাকা লোপাট করেছে? এই দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা, তাদের নিজের টাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, রাজনীতি মানুষের জীবনে কোনো আবেদন রাখবে না, যদি না সেই রাজনীতি মানুষের জীবনধারার ভাগ্য উন্নয়নে অবদান রাখতে পারে। এ দেশের দরিদ্র মানুষের যদি ভাগ্যের উন্নয়ন না হয়, তাদের অর্থনৈতিক উন্নয়ন না হয়, তারা যদি একটি সুন্দর জীবন নিয়ে গড়ে উঠতে না পারে, তাহলে এই রাজনীতি মূল্যহীন।”
মঈন খান আরও সতর্ক করে বলেন, “আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে। এটি না করতে পারলে কখনোই বাংলাদেশকে উন্নতি করতে পারব না। যত সংস্কারই করি না কেন, যতক্ষণ সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে না পারব, ততক্ষণ কিছুই হবে না। দুর্নীতির ফলে যারা লাভবান হয়, তারা হল দুর্নীতিবাজরা। আমরা যদি দেশের গরিব মানুষের জন্য কাজ করি, তাদের উন্নয়নের জন্য কাজ করি, তাহলেই আমাদের দেশ উন্নত হবে, দেশের অর্থনীতি উন্নত হবে।”
আলোচনাসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের সভাপতি এম ওয়াহিদুজ্জামান।