পূজার ছুটিতে ঢাকা–কক্সবাজার রুটে ‘টুরিস্ট স্পেশাল’ ট্রেন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা–কক্সবাজার ও চট্টগ্রাম–ঢাকা রুটে টানা চারদিনের ছুটিতে যাত্রী চাপ সামাল দিতে রেলওয়ে বিশেষ ট্রেন ‘টুরিস্ট স্পেশাল’ চালু করছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল করবে।

রেলওয়ে সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এসব ট্রেন চলবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ‘ঢাকা স্পেশাল’ চলবে। চট্টগ্রাম থেকে বেলা পৌনে ৩টায় এই ট্রেন ছেড়ে ঢাকায় পৌঁছবে রাত ৮টায়। ৪ অক্টোবর চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়।

এ ছাড়া ট্যুরিস্ট স্পেশাল চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। বিশেষ এই ট্রেন ৩০ সেপ্টেস্বর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত সাড়ে ১০টায়। কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কক্সবাজার থেকে এই ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১১টায়। ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই ট্রেন চলাচল করবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতো।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, “দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি থাকবে। লম্বা ছুটিতে কক্সবাজারে পর্যটকের চাপ বেড়ে যায়। তাই যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য এই বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এতে যাত্রীরা নিয়মিত আন্তনগর ট্রেনের সব সুবিধা পাবেন।”

তিনি আরও জানান, পর্যটকরা ট্রেনে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন এবং দীর্ঘ ছুটিতে কক্সবাজারে আসা মানুষের চাপ সামাল দেওয়া সম্ভব হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh