ভারতের ইতিহাস, পাকিস্তানের লজ্জা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ

ভারত যে বিন্দুতে দাঁড়িয়ে গৌরবের ইতিহাস লিখল, ঠিক সেখানেই দাঁড়িই চির প্রতিদ্বন্দ্বীদের কাছে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ। তবে রবিবারের ম্যাচে সেসই সমীকরণ বদলে দিয়েছে ভারত। পাকিস্তানকে ডুবিয়েছে ঘোরতর লজ্জায়।

করমর্দন ইস্যুতে এশিয়া কাপে পাকিস্তান মাঠের বাইরে ঝড় তুললেও খেলার মাঠে করেছে অসহায় আত্মসমর্পণ।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে প্রতিবেশীদের বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ল ভারত।

১৭২ রান তাড়া করার ম্যাচে উদ্বোধনী জুটিই ৯.৫ ওভারে ১০৫ রান তুলে ফেলে ভারত। অবশ্য ব্যক্তিগত ফিফটির আগেই বিদায় নেন ওপেনার শুভমান গিল। ফাহিম আশরাফের শিকার হওয়ার আগে ২৮ বলে ৮ বাউন্ডারিতে ৪৭ রান করেন তিনি। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব হারিস রউফের বলে শূন্যহাতেই বিদায় নেন।

ভারতের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান করেছেন আরেক ওপেনার অভিষেক শর্মা। তার ৩৯ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় রাঙ্গানো ইনিংস থামে আবরার আহমেদের বলে হারিস রউফের ক্যাচ দিয়ে। এরপর তিলক ভার্মা (৩০*), সঞ্জু স্যামসন (১৩) ও হার্দিক পান্ডিয়া (৭*) জয়ের বন্দরে নিয়ে যান ভারতকে।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় পাকিস্তান।

হ্যান্ডশেক ইস্যু নিয়ে পানি ঘোলা কম হয়নি। তবে আগের ম্যাচের মতো এ ম্যাচেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। টসের সময় কিংবা ম্যাচ শেষে করমর্দন করতে দেখা যায়নি দুই দলের কাউকেই।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh