সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেটে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাজ্জাদ উদ্দিন সৌরভ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার দাসপাড়া চকগ্রামে এ ঘটনা ঘটে।
শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। সৌরভ দাসপাড়া চকগ্রামের আব্দুল মালিকের ছেলে।
সৌরভের স্বজনরা জানান, তারা বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সৌরভকে উদ্ধার করে। এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপরান থানার এসআই সোহেল জানিয়েছেন, দুপুরে সৌরভকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাদের সহযোগিতায় নামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে সৌরভ কেন আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।