সব
মতিয়ার চৌধুরী লন্ডন,
সিলেটের সর্বজন শ্রদ্ধেয় স্বচ্ছ রাজনীতিক মরহুম ডা. দেওয়ান নূরুল হোসেন চঞ্চলের ৪১তম মৃত্যুবার্ষিকীতে গতকাল ২৩সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার লন্ডন সময় বিকেল ৫টা ৩০ মিনিটে পূর্বলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় ‘‘ ডা. নূরুল হোসেন চঞ্চল স্মৃতি পরিষদ যুক্তরাজ্য‘‘ শাখা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শাহ ফারুক আহমদ ও সেক্রেটারী আলিমুজ্জামানের সার্বিক তত্বাবধানে হাফেজ মতিউল হকের পরিচালায় মরহুম ডা. নূরুল হোসেন চঞ্চলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। মিলাদ মাহফিলে কমিউনিটির সর্বস্থরের মানুষ ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে অংশ নেন সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব হরমুজ আলী, বীর মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান খান, ডা. দেওয়ান নূরুল হোসেন চঞ্চলের পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে আরো অংশ নেন আব্দুল আহাদ চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুল হক মনি, ভিপি খসরুজ্জামান খসরু , আলতাফ রহমান মোজাহিদ, আব্দুল জলিল চৌধুরী, আলম হোসেন, রেদওয়ান খান, প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে আগত সকলকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা. দেওয়ান নূরুল হোসেন চঞ্চল স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট শাহ ফারুক আহমদ। সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট শাহ ফারুক আহমদ বলেন দেশের এই সংকটময় মূহুর্থে আজ বড়ই প্রয়োজন ছিল ডা. দেওয়ান নূরুল হোসেন চঞ্চলের মতো একজন যোগ্য নেতার। একজন চিকিৎসক এবং রাজনীতিবিদ হিসেবে আজীবন তিনি দেশ এবং মানুষের কল্যানে কাজ করেগেছেন। তার ৪১তম মৃত্যু দিবসে আমরা মহান রবের কাছে প্রার্থনা করি তিনি যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। আমাদের দুর্ভাগ্য অকালেই তিনি পৃথিবী থেকে চলে গেলেন। আমরা তার স্মৃতিকে ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, তার আত্মা পরপার থেকে দেখতে পাবে। ডা. নূরুল হোসেন চঞ্চল ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক, সিলেট জেলা ছাত্রলীগের অন্যতম প্রতিষ্টাতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্টাকালীন প্রেসিডিয়াম সদস্য। সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন ডা. চঞ্চল তার কাজের মাঝেই বেঁচে থাকবেন চিরকাল।