আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:২২ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে লাগা আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার সার্ভিস কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগেও একজনের মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ দুই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হলো।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিস কর্মী নুরুল হুদা। এর আগে গতকাল মঙ্গলবার মারা যান শামিম আহম্মেদ।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানায়, নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি ২০০৭ সালের ২১ জুন কর্মে যোগদান করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেলে শামীম আহমেদ নামে ফায়ার কর্মীর মৃত্যু হয়। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাটি গ্রামে।

এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে টঙ্গীর সাহারা সুপার মার্কেটসংলগ্ন একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ও জয়দেবপুরের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

একপর্যায়ে রাসায়নিকের ড্রাম বিস্ফোরিত হয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী ও এক কর্মকর্তা দগ্ধ হন। তাদের উদ্ধার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh