সব
আন্তর্জাতিক ডেস্ক,
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তৃতা দিচ্ছিলেন, তখন বহু দেশের প্রতিনিধি তার প্রতিবাদস্বরূপ অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
অন্যদিকে, কিছু প্রতিনিধি করতালি দিয়ে তাকে স্বাগত জানান। সভাপতি একাধিকবার বলেন, ‘দয়া করে, হলে শৃঙ্খলা বজায় রাখুন’। তবে, এসব কথা উপেক্ষা করে হল ত্যাগ করেন অনেকেই।
বক্তব্যের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত বছর যেই মানচিত্রটি তিনি জাতিসংঘের মঞ্চে দেখিয়েছিলেন, সেটিই তিনি আবার এনেছেন—যার শিরোনাম ছিল ‘The Curse’ বা ‘অভিশাপ’।
তিনি আরও বলেন: ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ইরানের পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করেছি।’
নেতানিয়াহু মানচিত্রে বিভিন্ন দেশের অংশ দেখিয়ে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, এবং ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের কথা উল্লেখ করেন এবং বলেন, ‘সবাই চলে গেছে।’
উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
নেতানিয়াহুর বক্তব্যের সময় বেশিরভাগ দেশের প্রতিনিধিদল সাধারণ পরিষদ থেকে ওয়াক আউট করেছে।
ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে।
সূত্র: বিবিসি নিউজ, টাইমস অব ইসরায়েল