খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত। অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠন।

অবরোধের ফলে স্থবির হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন। ভোর থেকেই অবরোধকারীরা জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে। খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা এবং গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ কার্যকর করা হয়।

অবরোধের কারণে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। মাটিরাঙ্গায় সাপ্তাহিক হাটের দিন হওয়া সত্ত্বেও ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম। জেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকাসহ বিভিন্ন রুটের নৈশকোচও পথে আটকা পড়েছে। তবে জেলা ও উপজেলা শহরে ইজিবাইক ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘অবরোধ চললেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক রয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থায় আছে। সব গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

খাগড়াছড়িতে চলছে শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্রদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়িতে একদল দুর্বৃত্ত এক ছাত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর একটি পরিত্যক্ত স্থান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত তিন জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh