খাগড়াছড়ির গুইমারাতেও ১৪৪ ধারা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের ঘটনার জেরে পাহাড়ি আন্দোলনকারী ও বাঙালি অধিবাসীদের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। শনিবার দুপুর থেকে জেলা শহরের মহাজনপাড়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল গণমাধ্যমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে মাঠে নামে। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়।

ঘটনার পর স্থানীয়দের জানমাল রক্ষায় খাগড়াছড়ি জেলা প্রশাসন ও গুইমারা উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

জেলা সিভিল সার্জন মো. ছাবের গণমাধ্যমকে বলেন, “দুই পক্ষের সংঘর্ষে মোট ২৩ জন আহত হয়েছে। এর মধ্যে ২১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, দুই জন সদর হাসপাতালে চিকিৎসাধীন।”

মঙ্গলবার রাতে এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে এক তরুণকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে বৃহস্পতিবার ‘জুম্ম ছাত্র-জনতা’ অর্ধদিবস সড়ক অবরোধ পালন করে।

শনিবার সকাল থেকে সকাল-সন্ধ্যা অবরোধ চলছিল। এ সময় শহরে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ কার্যকর করা হয়। এতে পুরো জেলায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপুরের পর উত্তেজনা বাড়তে থাকে এবং মহাজনপাড়ায় বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

এদিকে শহরের দোকানপাট ও বিপণিবিতান সারাদিনই বন্ধ ছিল। রাস্তাঘাট ফাঁকা থাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী টহল জোরদার করেছে।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার জানান, উত্তেজনা প্রশমনে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh