শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:,

  • প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ

 

শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল                                         

বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গরীব- দুঃখী-মেহনতি মানুষের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার ৭৯ তম জন্মদিন উপলক্ষে ইতালি আওয়ামী লীগের উদ্দোগে সুন্দরবন রেষ্টুরেন্টে হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইতালি আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে এবং ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনা বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাবীব চৌধুরী, সহসভাপতি হাদিউল ইসলাম, সহসভাপতি আবুল কালাম,,সহ সভাপতি জহিরুল ইসলাম, সহসভাপতি বাবু ঢালী, সহসভাপতি নয়না আহমেদ ও যুগ্ সাধারণ সম্পাদক আব্দুর রহমান,যুগ্মসাধারণ সম্পাদক হাবিব মগদম।   

সভাপতি তার বক্তব্যে বলেন,দলের ক্লান্তি লগ্নে সকল মুজিব সৈনিকদের একত্রে থেকে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার ৭৯ তম জন্মদিনে আমরা তার সার্বিক মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করি। সম্পাদক হাসান ইকবাল বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যখন সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে দেশকে নিয়ে যাচ্ছিলো ঠিক তখনই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করে। দখলদারি সুদি ইউনুস ১১ মাসে সাজানো গোছানো দেশটাকে আজ অশান্তির চরম শিখরে নিয়ে গেছে। আজকে নেত্রীর জন্মদিনে আমাদের অঙ্গীকার স্বৈরাচারী ইউনুসকে বিতারিত করে জননেত্রী শেখ হাসিনাকে যথাযথ সম্মানে দেশে ফিরিয়ে আনবো।

সহসভাপতি হাবীব চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা ১১ মাস দেশ শাসনের বাহিরে আমরা নেত্রীকে ভীষন ভাবে অনুভব করছি।তার শূন্যতায় দেশ আজ সর্বক্ষেত্রে ধ্বংসের দিকে যাচ্ছে। ফ্যাসিস্ট ইউনুসের স্বৈরাচারী শাসনে বাংলার মানুয আজ দিশেহারা। দেশে কোন আইনের শাসন নাই। লুটপাট,রাহাজানি, হত্যা, মব যন্ত্রণায় মানুষ আজ অতিষ্ঠ। এখন মানুষ বলছে আগেই ভালো ছিলাম।

সহসভাপতি হাদীউল ইসলাম বলেন, দেশ আজ আন্তর্জাতিক বাটপারের হাতে। সুদি ইউনুস এই ১১ মাসে নিজ সার্থ ছারা দেশের জন্য,জনগণের জন্য কোন কিছু করে নাই।আজ মুক্তিযুদ্ধের চেতানেকে ধূলিসাৎ করেছে। মৌলবাদীদের প্রশ্রয় দিয়ে দেশকে পাকিস্তানিদের আশ্রয় স্হলে পরিনত করেছে। এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার অঙ্গীকার করতে হবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিল ইতালি আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ,ইতালি যুবলীগ, রোম মহানগর,আওয়ামী লীগ, নিত্যনু আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ ইতালি, ইতালি ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বঙ্গবন্ধু আদর্শের অন্যান্য নেতা কর্মীরা।
নেত্রীবর্গরা আরোও বলেন,সকল বিভ্রান্তি-মিথ্যাচার ভীতি-সংবাদ মাধ্যমের কন্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম, শেখ হাসিনা’র মহান নেতৃত্বেই বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য, লাখো কন্ঠে ধ্বনিত হবে

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh