অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহারের শর্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২:২৩ অপরাহ্ণ

পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অব্যাহত অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ‘জুম্ম ছাত্র-জনতা’র সঙ্গে বৈঠকে বসেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, সংগঠনটির পক্ষ থেকে অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সার্কিট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল।

সোমবার রাত ১০টার দিকে গণমাধ্যমকে তিনি বলেন, ‘উপদেষ্টা মহোদয়ের উদ্যোগে বৈঠকটি হয়। এতে জুম্ম ছাত্র-জনতা নামে অবরোধ-আন্দোলনকারী সংগঠনের দেওয়া ৮ দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। পার্বত্য উপদেষ্টা মহোদয় তাদেরকে আশ্বাস দিয়েছেন দাবিগুলো মানার। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহারের দাবির ব্যাপারে বলা হয়েছে, চলমান অবরোধ তুলে নেওয়ার পর ১৪৪ ধারাও তুলে নেওয়া হবে। এছাড়া সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, নিহতদের সৎকারে দ্রুত সহায়তা দেওয়া হবে। স্কুলছাত্রী ধর্ষণে জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। সোমবার বেলা সাড়ে ১২ হতে আড়াইটা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখায়রুল ইসলাম খন্দকার।

পুলিশ সুপার আরেফিন জুয়েল আরও জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা মঙ্গলবার গুইমারার রামসুবাজার এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ করবেন।

এদিকে, জুম্ম ছাত্র-জনতা ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে পার্বত্য উপদেষ্টা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককে স্বাগত জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘এই আলোচনার মাধ্যমে সরকার ও প্রশাসনের সাথে আমাদের আনুষ্ঠানিক সংলাপের যে সূচনা হয়েছে, সেটি আমরা স্বাগত জানাই। তবে এটি কোনোভাবে আমাদের অধিকার ও অভ্যুত্থান খালি কথায় গৃহীত হবে তা নয়।’

ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ১৪৪ ধারা প্রত্যাহার ছাড়া অন্য দাবিগুলো মৌখিকভাবে মেনে নেওয়া হয়েছে। বৈঠকে জুম্ম ছাত্র-জনতার ছয়জন প্রতিনিধি অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায় ছয় সদস্যের মধ্যে বাগীস চাকমা, ছদক চাকমা, কৃপায়ন ত্রিপুরা, পিন্টু তালুকদার, তোশিতা চাকমা ও মনিকা চাকমা উপস্থিত ছিলেন।

এদিকে, সোমবার রাতে রাঙ্গামাটিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জুম্ম ছাত্র-জনতার সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বলেছেন, ‘বৈঠক জুম্ম ছাত্র-জনতার ব্যানারে অংশ নেওয়া ছয়জনই ইউপিডিএফের সদস্য। তারা নিজেরাই এটা স্বীকার করেছে।’

তবে জুম্ম ছাত্র জনতা তাদের ফেসবুক পেজে পার্বত্য উপদেষ্টার এমন মন্তব্যের নিন্দা জানিয়ে বলা হয়, তাদের ছয় প্রতিনিধিকে ‘ইউপিডিএফ’ ট্যাগ লাগানো উদ্দেশ্য প্রণোদিত ও অপমানজনক।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে পুলিশ। তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের ঘটনার প্রতিবাদে জুম্ম-ছাত্র জনতার ব্যানারে গত শনিবার ভোর ৫টায় অবরোধ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিকে পরিস্থিতি উতপ্ত হয়ে উঠলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। জারি করা ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে জেলার সদর ও গুইমারা উপজেলায়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh