ভিয়েতনামে টাইফুন : বুয়ালোইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯, নিখোঁজ ২১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২:২৫ অপরাহ্ণ

ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ের কারণে মৃত্যু বেড়ে ১৯ জনে পৌঁছেছে এবং আরও ২১ জন নিখোঁজ রয়েছেন বলে মঙ্গলবার দেশটির সরকার জানিয়েছে। এ টাইফুন চলতি বছরে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বিবেচিত হচ্ছে। বুয়ালোইয়ের প্রভাবে দেশের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে, যা বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াচ্ছে, জানিয়েছে রয়টার্স।

বুয়ালোই সোমবার ভিয়েতনামের উত্তরমধ্যাঞ্চলের উপকূল দিয়ে স্থলে উঠে আসে। সঙ্গে ব্যাপক জলোচ্ছ্বাস, তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি আনে। এর আগে গত সপ্তাহে ফিলিপিন্সে টাইফুনের তাণ্ডবে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

সরকার জানায়, ঝড়ে আরও ৮৮ জন আহত হয়েছেন। এক লাখের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০ হাজার হেক্টরের বেশি জমির ধান ও অন্যান্য ফসল ডুবে গেছে। এসব ক্ষয়ক্ষতি প্রধানত এনহে আন ও হা তিং প্রদেশে হয়েছে।

ভিয়েতনামের জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। রাজধানী হ্যানয়সহ বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি অব্যাহত থাকবে, সঙ্গে ঝড়ো বাতাস ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সংস্থা সতর্ক করে বলেছে, “পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে বিভিন্ন এলাকায় ভূমিধস ও হড়কা বানের ঝুঁকি রয়েছে।”

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত উত্তরমধ্যাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম পানিতে ডুবে আছে। সেখানে বিদ্যুৎ নেই এবং যানবাহন চলাচল বন্ধ।

দক্ষিণ চীন সাগরের বরাবর ভিয়েতনামের দীর্ঘ উপকূলরেখা থাকায় দেশটি প্রায়ই প্রাণঘাতী টাইফুনের কবলে পড়ে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh