লং মার্চ টু রোম, চল চল রোম চল, হটাও ইউনুস বাঁচাও দেশ

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি ইতালি,

  • প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ

ড: ইউনুস রোমে আগমন উপলক্ষ্যে প্রতিরোধ এবং প্রতিবাদের ব্যাপক কর্মসূচি: লং মার্চ টু রোম, চল চল রোম চল, হটাও ইউনুস বাঁচাও দেশ

 ড: ইউনুস ইতালির রোমে সফরে আসছে এ মাসের মাঝামাঝি। এ খবর জানার পর ইতালিতে অবস্থানরত মুজিব সৈনিকদের মাঝে প্রচন্ড ক্ষুব সৃষ্টি হয়।ড: ইউনুসের রোমে আসা উপলক্ষে প্রতিরোধ,প্রতিবাদ এবং ঘৃনা প্রকাশের জন্য ইতালি আওয়ামী লীগ|

সোমবার এক যৌথ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কে এম লোকমান হোসেন। অনুষ্ঠানে যৌথ সঞ্চালনায় ছিলেন এম এ রব মিন্টু এবং আব্দুর রহমান।

এই প্রস্তুতি সভায় প্রচুর নেতাকর্মী উপস্থিত হন। উপস্থিত নেতাকর্মীরা ইউনূসের রোমে আসা নিয়ে ইউনুসের বিরুদ্ধে চরম ঘৃণা প্রকাশ করে ক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাদের ক্ষুব প্রকাশ করে,

যেখানে ইউনুস সেখানেই প্রতিরোধ, লং মার্চ টু রোম, চল চল রোম চল, হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ, ইতালির মাটি আওয়ামী লীগের ঘাঁটি।

ইতালি আওয়ামী লীগের এই প্রস্তুতি সভায় ইতালি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেত্রীবর্গসহ, ইতালি
মহিলা আওয়ামী লীগ, ইতালি যুবলীগ, রোম মহানগর আওয়ামী, নিত্যুনে আওয়ামী লীগ, রোমানর্থ আওয়ামী লীগ শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ প্রচুর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা উপস্থিত হন।

নেত্রীবর্গ বক্তব্যে বলেন, ইউনুস রোমে আগমন উপলক্ষ্যে প্রতিরোধ এবং প্রতিবাদের ব্যাপক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

রোমে অবস্থানরত এবং অন্যান্য প্রভেন্স শাখা কমিটি সহ সকল নেতা কর্মীকে নির্দিষ্ট তারিখে অংশগ্রহনে প্রস্তুত থাকতে বলেন। ১৪ অক্টোবর সকাল ১০ টা টায় ফাউয়ের ( Metro – circo massimo) সম্মুখে এবং ১৫ ই অক্টোবর দুপুর ২ টা টায় পিয়াচ্ছা ভিক্টোরিয়া থেকে লং মার্চ টু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh