বিজয়-রাশমিকার বাগদান সম্পন্ন, বিয়ে ফেব্রুয়ারিতে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ণ


দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান্নার বহু প্রতীক্ষিত বাগদান অবশেষে সম্পন্ন হয়েছে। ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আংটিবদল হয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে বলে গণমাধ্যম জানিয়েছে।

বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে শনিবার (৪ অক্টোবর) সকালে বিজয়ের টিম বিষয়টি নিশ্চিত করে। গণমাধ্যমের বরাতে জানা যায়, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই সম্প্রতি ঘরোয়া আয়োজনে বাগদান সম্পন্ন হয়। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বাগদান কিংবা বিয়ের তারিখের ঘোষণা দেননি বিজয় বা রাশমিকা।

ব্যক্তিগত জীবন নিয়ে শুরু থেকেই নীরবতা বজায় রেখেছেন এই তারকা যুগল। তবে সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়ায় শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেন। অন্যদিকে রাশমিকা শাড়ি পরা ছবি পোস্ট করেন। সেই ছবিগুলো ঘিরেই অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা আরও জোরদার হয়। দশমীর শুভেচ্ছা জানাতে দেওয়া রাশমিকার সাম্প্রতিক পোস্টেও তাকে দেখা গেছে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে, কপালে তিলকসহ।

বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সালে মুক্তি পাওয়া গীতা গোবিন্দম ছবি থেকে। পরে তারা একসঙ্গে অভিনয় করেন ডিয়ার কমরেড-এ, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। সেই সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে গোপন জল্পনা চলতে থাকে। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে দুজনকে হাত ধরাধরি করে জনসমক্ষে দেখা যায়, যা আলোচনাকে আরও তীব্র করে তোলে।

কাজের দিক থেকে রাশমিকা অভিনীত থাম্মা ছবিটি এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে। আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়ালের সঙ্গে অভিনীত ছবিটির ট্রেলার ও গান ইতিমধ্যে অনলাইনে প্রশংসা কুড়িয়েছে। এছাড়া তিনি শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে কাজ করছেন ককটেল ২-এ। দক্ষিণে ‘এক্সপ্রেশন কুইন’ ও ‘ন্যাশনাল ক্র্যাশ’ খেতাবে পরিচিতি পাওয়া রাশমিকা বলিউডেও অ্যানিম্যাল ছবিতে নজরকাড়া অভিনয় করেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh