লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য আখতার ইসলামের পিতার ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও সাপ্তাহিক দেশ পত্রিকার সাব এডিটর আখতার ইসলামের পিতা মোহাম্মদ মোস্তফা ৪ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় খুলনা শহরের বাড়িতে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিলো ৯৭ বছর । তিনি ৫ ছেলে, ২ কন্যা, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেছেন । মরহুমের প্রথম নামাজে জানাজা সোমবার খুলনা শহরে এবং দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি নোয়াখালীর বসিকপুর গ্রামে অনুষ্ঠিত হবে । জানাজা শেষে মরহুমকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে।
আখতার ইসলাম জানিয়েছেন, তিনি রোববার (৫ অক্টোবর) বাংলাদেশের উদ্দেশ্যে রওয়া দেবেন । একই সাথে তাঁর দুই ভাই আমেরিকা থেকে ও এক ভাই কানাডা থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন । তাঁরা বাংলাদেশে পৌঁছে পিতার নামাজে জানাজায় অংশগ্রহণ করবেন। মরহুম মোহাম্মদ মোস্তফা কর্মজীবনে খুলনা নিউজপ্রিন্ট পেপার মিলে চাকরি করতেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক :
এদিকে আখতার ইসলামের পিতার মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। পিতার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আখতার ইসলাম।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh