সব
স্বদেশ বিদেশ ডট কম
দেশের আরও আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার এসব কমিটি অনুমোদন করেছেন।
সোমবার (৬ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়: আহবায়ক মো. সজিব হোসেন, সদস্য সচিব মো. মেহেদী হাসান।
জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ: আহবায়ক জান্নাতুল ফেরদৌস ইসলাম মুনাজ, সদস্য সচিব মো. ফয়সাল সরকার।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস: আহবায়ক মীর আশিক, সদস্য সচিব আদিবুল হাসান খান।
জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস: আহবায়ক মো. আসিফ সিদ্দিকি উচ্ছ্বাস, সদস্য সচিব মো. মুশফিকুর রহমান রুদ্র।
ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া: আহবায়ক আব্দুল্লাহ আল শাহরিয়ার নাভিদ, সদস্য সচিব মো. রানা আহমেদ।
ইষ্টার্ণ বিশ্ববিদ্যালয়: আহবায়ক আবু হোরায়রা, সদস্য সচিব মো. মানজুরুল ইসলাম।
আশা বিশ্ববিদ্যালয়: আহবায়ক মো. জাহিদ হাসান জেনিত, সদস্য সচিব সজীব আহমেদ রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সিহাব উদ্দিন।
ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: আহবায়ক মো. মশিউর রহমান খান, সদস্য সচিব এমদাদুল হক সোহাগ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. পারভেজ আলী।
এ ঘোষণার মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে সংগঠনটি।