রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ (ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল) মানদণ্ডে হিসাব করলে রিজার্ভের পরিমাণ হয় ২৬ দশমিক ৮০ বিলিয়ন ডলার।

সোমবার (০৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে প্রবাসীদের দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৮ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ হাজার ৯৬৭ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই প্রবাসীরা ৪২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh