ডিএমপির পাঁচ কর্মকর্তার বদলি ও পদায়ন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা।

গতকাল সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়।

নতুন আদেশ অনুযায়ী- ডিএমপির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুঈদ মোহাম্মদ রুবেলকে পদায়ন করা হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে।

এছাড়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আকতারুজ্জামানকে পদায়ন করা হয়েছে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) পদে।

একই সঙ্গে আরেক আদেশে সহকারী পুলিশ কমিশনার ফারজানা হককে রমনা বিভাগের ধানমন্ডি জোনে ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার এবং মো. আব্দুল্লাহেল বাকীকে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনে ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh