প্রথম ফুটবলার হিসেবে বিলিয়ন ডলারের মালিক রোনালদো

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে যেমন রেকর্ড গড়েছেন, তেমনি মাঠের বাইরেও গড়েছেন নতুন ইতিহাস। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক ও সংবাদমাধ্যম ফোর্বসের তথ্যমতে, রোনালদো ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ১ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন। বর্তমানে তার মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন ডলার, যা ১.০৪ বিলিয়ন পাউন্ডের সমান।

বর্তমানে ৩৯ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাব চুক্তি, স্পনসরশিপ ও ব্যক্তিগত ব্যবসা উদ্যোগ থেকে তিনি আয় করছেন বিপুল পরিমাণ অর্থ। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলার সময়ও তিনি রেকর্ড পরিমাণ বেতন পেয়েছেন।

সৌদি প্রো লিগের আল নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তি ফুটবল ইতিহাসের সবচেয়ে লাভজনক হিসেবে বিবেচিত। মাঠের বাইরের আয়েও রোনালদো পিছিয়ে নেই। নাইকির সঙ্গে আজীবন চুক্তি, আর নিজের ব্র্যান্ড সিআর৭-এর অধীনে পোশাক, সুগন্ধি, চশমা, জিম সরঞ্জাম ও হোটেল ব্যবসা গড়ে তুলেছেন তিনি।

রোনালদোর বিশাল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীও তার আয় বাড়িয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ৬০০ মিলিয়নের বেশি—যা বিশ্বের যেকোনো ক্রীড়াবিদের মধ্যে সর্বোচ্চ। প্রতিটি স্পনসর্ড পোস্ট থেকে তার আয় হয় লাখ লাখ ডলার। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো বেতন বাবদ আয় করেছেন প্রায় ৫৫০ মিলিয়ন ডলার, আর স্পনসরশিপ থেকে এসেছে আরও বড় অঙ্কের অর্থ।

২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর তিনি ইতিহাসের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হন। তার বার্ষিক বেতন ১৭৭ মিলিয়ন ইউরো। ২০২৫ সালের জুনে চুক্তি শেষ হলেও তিনি আরও দুই বছরের জন্য নতুন চুক্তি স্বাক্ষর করেছেন, যার মূল্য প্রায় ৪০০ মিলিয়ন ইউরো। ফলে ৪২ বছর বয়স পর্যন্ত সৌদি ক্লাবটির সঙ্গে থাকবেন তিনি।

অন্যদিকে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ফোর্বস জানায়, মেসির ক্যারিয়ারে কর-পূর্ব আয় ৬০০ মিলিয়ন ইউরোর বেশি হলেও রোনালদোই ফুটবল ইতিহাসে প্রথম বিলিয়ন ডলারের মালিক। মাঠে যেমন রেকর্ড গড়েন, তেমনি মাঠের বাইরেও অর্থনৈতিক সাফল্যে তিনি ইতিহাসে নাম লিখিয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh