প্রবাসীদের সহজ শর্তে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়ে ইতিহাস সৃষ্টির আহবান প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশী পাসপোর্ট এবং জন্মনিবন্ধন থাকলে ভোটার হওয়ার সুযোগ দিতে হবে। যেসব বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিকের বাংলাদেশী পাসপোর্ট এবং জন্মনিবন্ধন নাই, তাদেরকে নো ভিসা স্টিকারযুক্ত বিদেশী পাসপোর্ট এবং পিতা বা মাতার বাংলাদেশী পাসপোর্ট অথবা জন্মবিন্ধনের মাধ্যমে ভোটার হওয়ার সুযোগ দিতে হবে। প্রবাসীদের সহজ শর্তে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিলে ইতিহাস সৃষ্টি হবে। ‘প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে’র সংবাদ সম্মেলনে এই আহবান জানানো হয়েছে।

সোমবার (৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় পূর্ব লন্ডনের ময়দাগ্রীলে প্রবাসের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সকলকে স্বাগত জানান পরিষদের আহ্বায়ক জজ মোহাম্মদ বেলায়েত হোসেন।

সদস্য সচিব ব্যারিস্টার বদরে আলম দিদারের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের অন্যতম সদস্য সাংবাদিক অলিউল্লাহ নোমান। আলোচনায় অংশ গ্রহন করেন যুগ্ন আহবায়ক ব্যারিস্টার নাজির আহমদ, যুগ্ন আহবায়ক কেএম আবু তাহের চৌধুরী, যুগ্ন আহবায়ক ব্যারিস্টার আতাউর রহমান ও যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম শাহীন।

অনুষ্ঠানে সদস্যদের মধ্যে ছিলেন ব্যারিস্টার খালেদ নুর, ব্যারিস্টার আব্দুল হালিম সরকার, আব্দুল মুনিম ক্যারল, গোলাম মর্তুজা, তাওহীদুল করিম মুজাহিদ, বদরুজ্জামান বাবুল, ডা: মোজাম্মেল হুসাইন, শাহরিয়ার আলম শিপার, সেলিম এমদাদ প্রমুখ। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিষদের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh