পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় রাতভর এক তীব্র অভিযানের পর তালেবান সরকার দাবি করেছে যে তাদের বাহিনীর হাতে পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) আফগান কর্তৃপক্ষ এ দাবি করে।

বার্তাসংস্থা এপি’র প্রতিবেদন অনুযায়ী, তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটি দখল করেছে এবং অভিযানে আরও ৩০ জন পাকিস্তানি সেনা আহত হয়েছে। মুজাহিদ আরও বলেন, আফগানিস্তানের সকল সরকারি সীমান্ত এবং ‘কার্যত রেখার’ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি তাদের বাহিনীর “প্রতিশোধমূলক ও সফল অভিযান”। তারা সতর্ক করেছে, যদি বিরোধী পক্ষ আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। আফগানিস্তান দাবি করে, গত বৃহস্পতিবার পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছিল, যার জেরেই এই পাল্টা হামলা।

তবে সেনা হতাহত ও ঘাঁটি দখলের আফগানিস্তানের এই দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান।

অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আফগান হামলাকে ‘বিনা উস্কানিতে’ করা হয়েছে বলে নিন্দা করেছেন। তিনি অভিযোগ করেন, আফগান বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নাকভি সতর্ক করেছেন যে, তার দেশের বাহিনী ‘প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর’ দিয়ে পাল্টা জবাব দেবে।

উল্লেখ্য, এর আগে পাকিস্তানও দাবি করেছিল যে তারা আফগানিস্তানের ১৯টি ঘাঁটি দখল করেছে এবং ৫০ জন তালেবানকে হত্যা করেছে। সীমান্তের এই সংঘাত নিয়ে দুই পক্ষের দাবি-পাল্টা দাবি অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh