হোয়াইটচ্যাপেলে ফার-রাইট কার্যক্রমের প্রতিক্রিয়ায় বৈঠক অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ

হোয়াইটচ্যাপেলে ফার-রাইট ও ইউকিপ (UKIP) সমর্থকদের পরিকল্পিত আগমনের প্রতিক্রিয়ায় সম্প্রদায়ের নিরাপত্তা ও সংহতি নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মক্স-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকটি অনুষ্ঠিত হয় শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে। এতে প্রায় ৪০ জন প্রতিনিধি বিভিন্ন মসজিদ, সংগঠন ও সম্প্রদায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণ করেন।

উপস্থিত সংস্থাগুলোর মধ্যে ছিল ইস্ট লন্ডন মসজিদ, দারুল উম্মাহ, উইমেন এক্সক্লুসিভ টিম, কাউন্সিল অব মসজিদস নিউহ্যাম, আশ’আতাবি মসজিদ, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (MCB) এবং মেট্রোপলিটন পুলিশ (MET Police)-এর প্রতিনিধিরা, পাশাপাশি বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ।

সভাটি পরিচালনা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মক্স -এর সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা।
বক্তব্য রাখেন ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট ওলিভার রিচটার, চিফ ইন্সপেক্টর ক্রিচ ব্রাউন, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন-এর সেক্রেটারি জেনারেল ড. ওয়াজিদ, ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি ড. আব্দুল্লাহ ফালিক, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের সিনিয়র নেতা দিলোয়ার হোসেন, দারুল উম্মাহ মসজিদের সেক্রেটারি নুরুল উল্লাহ, উইমেন এক্সক্লুসিভ টিমের চিফ এক্সিকিউটিভ সাফিয়া জামা, এবং আশ’আতাবি মসজিদের ট্রাস্টি সারা মেরি।

এছাড়াও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সেক্রেটারি তাইসির মাহমুদ, কাউন্সিল অব মক্স -এর ট্রেজারার মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এবং সোমালি কমিউনিটির বিশিষ্ট নেতা মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

বৈঠকে আসন্ন ২৫শে অক্টোবরের পরিকল্পনা ঘিরে সম্ভাব্য পরিস্থিতি, জননিরাপত্তা রক্ষা, এবং সম্প্রদায়িক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার কার্যকর কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়।

সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয়, এবং উপস্থিত প্রতিনিধিরা একমত হন যে সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশের সমন্বিত তত্ত্বাবধানের মাধ্যমে শান্তি ও সংহতি বজায় রাখা সম্ভব হবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মসজিদস সকল সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানায়—শান্তি, সংহতি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে একসঙ্গে কাজ করার জন্য।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh