বায়ুদূষণে ১২৬টি শহরের মধ্যে ঢাকা আজ তৃতীয় স্থানে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ

সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার (১৩ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকার গড় বায়ুমান (AQI) ছিল ১৭০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। বায়ুদূষণের দিক থেকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকা তৃতীয় স্থানে রয়েছে।

আইকিউএয়ার জানায়, আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার গড় AQI ১৯৪। ঢাকার পরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। সংস্থাটি প্রতিদিন বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা নাগরিকদের সচেতন রাখতে সহায়তা করে। সূচক বাতাস কতটা দূষিত বা নির্মল তা নির্দেশ করে।

বিশেষজ্ঞরা মনে করেন, ঢাকায় বৃষ্টি ছাড়া দূষণ কমানো কার্যকরভাবে সম্ভব নয়। সরকারি নানা উদ্যোগ থাকলেও তা তেমন কার্যকর হচ্ছে না। বৃষ্টি হলে দূষণ সাময়িকভাবে কমে, কিন্তু কয়েক দিনের ব্যবধানে আবার বৃদ্ধি পায়। সাধারণত জুলাই মাসে দূষণ কম থাকে, তবে সেপ্টেম্বরেও একাধিক দিন ঢাকার দূষণ বিশ্বে শীর্ষে পৌঁছে। অক্টোবর মাসের শুরু থেকেই ঢাকার অবস্থান বিশ্বের দূষিত নগরীগুলোর মধ্যে অন্যতম।

নগরীর মধ্যে কল্যাণপুর, বেচারাম দেউড়ি ও মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকায় সবচেয়ে বেশি দূষণ লক্ষ্য করা গেছে। AQI যথাক্রমে ১৯৬, ১৭৮ ও ১৭৫।

আইকিউএয়ার নগরবাসীর জন্য কিছু নির্দেশনা দিয়েছে। তারা বলেছে, ঘরের বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে, জানালা ও দরজা বন্ধ রাখা উচিত এবং বাইরের ব্যায়াম এড়িয়ে চলতে হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh