সব
স্বদেশ বিদেশ ডট কম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে লংমার্চের সমাপনী পথসভায় ৮ মিনিটের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) জানিয়েছে, এটি দুর্ঘটনাজনিত কারিগরি ত্রুটির কারণে ঘটেছে।
রোববার (১২ অক্টোবর) সকালে নেসকোর সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, শনিবার রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী মোড় এলাকায় একটি বৈদ্যুতিক লাইনে আগুন লেগে যায়। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। পরে কারিগরি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে রাত ৯টা ২৮ মিনিটে সংযোগ পুনরায় সচল করে। অর্থাৎ, মোট ৮ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
নুরুল ইসলাম আরও বলেন, এনসিপির লংমার্চ কর্মসূচি সম্পর্কে নেসকোকে আগে থেকে অবহিত করা হয়নি। এটি সম্পূর্ণভাবে একটি দুর্ঘটনাজনিত কারিগরি সমস্যা।
এদিকে, প্রোগ্রামের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। তিনি বলেন, “এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো। তাদের কলিজা কত বড় হইছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।” মুহূর্তের মধ্যেই তার ওই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
পরে সারজিস আলম ব্যাখ্যা দিয়ে বলেন, “গত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি তিনটি প্রোগ্রাম করেছে। প্রতিবারই আমি বক্তব্য শুরু করার এক–দুই মিনিট পর বিদ্যুৎ চলে যায়। এবারও একই ঘটনা ঘটেছে।”