একই প্রশ্নে হবে এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ

এ বছর মেডিকেল (এমবিবিএস) ও ডেন্টাল (বিডিএস) এ দুটি ভর্তি পরীক্ষা একসাথে ও একই প্রশ্নপত্রে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী ১২ ডিসেম্বর এই সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন সোমবার বলেন, রোববার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত, এক দিনে, এক প্রশ্নে মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা নেয়া হবে। এখন কিছু টেকনিক্যাল বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি।

একই দিনে একই প্রশ্নে পরীক্ষা হলে কারা মেডিকেল আর কারা ডেন্টালে সুযোগ পাবে, প্রশ্নে ডা. নাজমুল হোসেন বলেন, এই বিষয়গুলো এখনও আলোচনা হয়নি। বিষয়গুলো আমরা দেখছি, কিভাবে কি করা যায়।

এর আগে গত সপ্তাহে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে আগামী ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ১৭ জানুয়ারি।

সারাদেশের তিনটি ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৪৫টি। এরমধ্যে গোপালগঞ্জের শেখ লুতফর রহমান ডেন্টাল কলেজ এবং খুলনা ডেন্টাল কলেজের কার্যক্রম এখনও শুরু হয়নি।

বেসরকারি ১২টি ডেন্টাল কলেজে ৯৪৫টি এবং বেসরকারি ১৬টি ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৪৫টি।

আর দেশে ৩৮টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম এখনও শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২৯৩টি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh