সব
স্বদেশ বিদেশ ডট কম
সিটি ব্রিজ ফাউন্ডেশনের সহায়তায় ইস্টহ্যান্ডস (EastHands) সফলভাবে আয়োজন করেছে একটি গুরুত্বপূর্ণ সেইফগার্ডিং ট্রেনিং সেশন, যা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের হলে।
এই প্রশিক্ষণ সেশনে ৩০ জনেরও বেশি চ্যারিটি কর্মী, কেয়ারার, যুব ক্রীড়া সংগঠক, স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতারা অংশ নেন। ট্রেনিংয়ের মূল লক্ষ্য ছিল ঝুঁকিপূর্ণ ও দুর্বল ব্যক্তিদের সুরক্ষায় সেফগার্ডিং নীতিমালা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণকারীদের দক্ষ করে তোলা।
অংশগ্রহণকারীরা শিখেছেন— কীভাবে সেফগার্ডিং উদ্বেগ সঠিকভাবে মোকাবিলা করতে হয়, কীভাবে নিরাপদ প্র্যাকটিস বাস্তবায়ন করা যায়, এবং সংগঠন ও কমিউনিটির মধ্যে সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা যায়।
প্রশিক্ষণ পরিচালনা করেন জাকির হোসেন পারভেজ, আর তাকে সহযোগিতা করেন থার্ড সেক্টর বিশেষজ্ঞ শোয়েভ আহমেদ। ইন্টার্যাকটিভ এই সেশনে অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো অনুশীলন করেন এবং প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।
ইস্টহ্যান্ডস-এর চেয়ার নবাব উদ্দিন বলেন,
“সেফগার্ডিং সকলের দায়িত্ব। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় আমাদের কমিউনিটির এমন সচেতন ও সক্রিয় অংশগ্রহণ আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে।”
এই ট্রেনিং সেশন ইস্টহ্যান্ডস-এর চলমান উদ্যোগের অংশ, যার লক্ষ্য শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আরও নিরাপদ ও শক্তিশালী কমিউনিটি গঠন করা।
ইস্টহ্যান্ডস থেকে অংশগ্রহণকারীরা ছিলেন:
ফাহিমা বেগম নীনা, সামিয়া খান মিথিলা, সালেহ আহমেদ, কিনু মিয়া, বিশ্বদীপ দাস, আহাদ চৌধুরী বাবু, হাসনাত চৌধুরী, আসম মাসুম, নাজমুল হোসেন, বাবলুল হক, মো. জাহেদী ক্যারল, হাফসা নূর, রাহমত আলী, খালেদ মাসুদ রনি ও তানভির আহমেদ তারেক।