সব
স্বদেশ বিদেশ ডট কম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেছেন, দীর্ঘ এক মাস প্রচার করলাম। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। শিক্ষার্থীরা যথেষ্ট ইতিবাচকভাবে আমাদের সাড়া দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ভোটগ্রহণ শুরুর পর জুবেরী ভবন কেন্দ্রের সামনে আসেন ছাত্রদলের ভিপিপ্রার্থী। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ফোনে কথা বলার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
এসময় আবির অভিযোগ করেন, ভোটকেন্দ্রে তার পোলিং এজেন্টরা ছবিসহ ভোটার তালিকা দেখতে পারছেন না৷ তিনি বলেন, আমার পোলিং এজেন্টরা ফোন করে জানাচ্ছেন, কেন্দ্রগুলোয় তাদের ছবিসহ ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না। তালিকায় ছবি থাকলেও সেটা শুধু রিটার্নিং কর্মকর্তারা দেখতে পারছেন। ছবিসহ ভোটার তালিকা যদি এজেন্টরা দেখতে না পান, তাহলে তারা কীভাবে ভোটার শনাক্ত করবেন। জাল ভোট হচ্ছে কি না, সেটা কীভাবে শনাক্ত করবেন?
ছাত্রদলের ভিপিপ্রার্থী আরও বলেন, বিষয়টা নিয়ে আমি রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম স্যারের সঙ্গে কথা বললাম। তিনি বললেন যে, এটা তিনি ব্যবস্থা করছেন।
আবির আরও বলেন, নির্বাচন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও কোনো পক্ষ বা প্রার্থী ক্যাম্পাসে বহিরাগত ঢোকানোর চেষ্টা করলে আমরা অবশ্যই প্রতিহত করব। শিক্ষার্থীরা সেটা মেনে নেবে না।